WB Group D Recruitment- পশ্চিমবঙ্গে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হল। লোকসভা ভোটের আগেই গ্রুপ ডি (WB Group D Recruitment) পদে কর্মী নিয়োগ রাজ্যে। বিজ্ঞপ্তি নাম্বার -DBT/36(ll)/lll-5/24। আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও স্থায়ী ভারতীয় নাগরিক। রাজ্যে অনেক প্রার্থী রয়েছেন যাঁরা ন্যুনতম যোগ্যতার চাকরির খোঁজ করেন। তাঁর সবার জন্যই এই নিয়োগ একটি ভালো সুযোগ। তাহলে আর দেরি কিসের? চটপট আবেদন করুন নতুন নিয়োগ প্রক্রিয়ায়। শীঘ্রই এই নিয়োগের আবেদন গ্রহণ শেষ হচ্ছে।
WB Group D Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী (Group D Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। পদের নাম ভোগ রান্নাকারী পূজারী (Pujari Cum Bhogpachak)। আবেদনকারীকে হতে হবে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা। যেকোনো প্রান্ত থেকেই আবেদন জানানো যাবে। তবে আবেদনরতদের কিছু যোগ্যতার মাপকাঠিও রাখা হচ্ছে। এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
নতুন চাকরির খবর- WBERC Recruitment- রাজ্যের বিদ্যুৎ অফিসে কর্মী নিয়োগ, বেতন মোটা টাকা দুর্দান্ত সুযোগ! এই পদের জন্য
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতাঃ যে সকল প্রার্থীরা রাজ্যের Group D Recruitment-এর এই পদের নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা চাকরির জন্য আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী বা মাধ্যমিক পাশের যোগ্যতা (10th Pass Govt Job) থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারী প্রার্থীকে রান্না জানতে হবে ও সংশ্লিষ্ট পদের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ যে সকল প্রার্থীরা রাজ্যের গ্রুপ ডি নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই আবেদনের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে যাঁরা আবেদন জানাতে আগ্রহী, তাঁদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে নতুন Group D Recruitment যাঁরা নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। রাজ্য সরকারের নির্দিষ্ট বেতন কমিশন অনুযায়ী তাঁদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন জানাবেন কিভাবে Group D Recruitment 2024-এ
রাজ্যে Group D Recruitment নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া চলবে অফলাইনে। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- (A) প্রথম স্টেপ: আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- (B) দ্বিতীয় স্টেপ: এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন জানানোর লিঙ্কটি পাবেন। সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন ও ডাউনলোড করে নিন।
- (C) তৃতীয় স্টেপ: অ্যাপ্লিকেশন ফর্মটি এরপর প্রিন্ট করে নিন ও যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
- (D) চতুর্থ স্টেপ: এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি এর সঙ্গে যুক্ত করুন। তারপর আবেদনপত্র সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র একজোট করে একটি খামে ভরে তা জেলা প্রশাসনের নির্দিষ্ট দপ্তরে জমা করে দিন। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল-
(To The Secretary, Debottar Trust Board, MJN Road, Madan Mahan Temple, Cooch Behar-736101, West Bengal)
নতুন চাকরির খবর- কন্যাশ্রী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, মাসে মিলবে ১১ হাজার টাকার বেতন, WB Govt Job 2024
আবেদনের সময়সীমা
WB Group D Recruitment 2024 এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ মার্চ ২০২৪ পর্যন্ত। আবেদন জানানোর জন্য সময়সীমার দিকে খেয়াল রাখতে হবে। কারণ এর পর আর কোনোও অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না।
প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক ও তারিখ
অফিশিয়াল ওয়েবসাইট | @coochbehar.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন | Download |
আবেদনের শেষ তারিখ | ১৮/০৩/২০২৪ |
ধন্যবাদ