WB Yuvashree Scheme 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা চাকরির খোঁজে রয়েছেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথচ এখনো পর্যন্ত কোনো চাকরিতে থিতু হননি, তাদের সবার জন্য এবার খুশির খবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের এবার মাসিক হাত খরচা দেবে রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনছেন। প্রতিমাসে দেড় হাজার টাকা করে সরকারি ভাতা মিলবে। এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যুবক যুবতী। তাহলে আর অপেক্ষা কিসের? সম্পূর্ণ জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
করোনা অতিমারির পর থেকে পশ্চিমবঙ্গের চাকরি পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। চাকরি না পেয়ে বিকল্পের সন্ধান করছেন যুবক যুবতীরা। তবে এখনো অনেকেই আছেন যারা কোথাও নিয়োগ পাননি। এদিকে প্রতিমাসে হাত খরচা প্রয়োজন সবারই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)।
এই প্রকল্পে মহিলাদের হাতে ন্যুনতম হাত খরচা তুলে দিচ্ছে রাজ্য সরকার। আর এবার যুবক-যুবতীদের হাতেও প্রতিমাসে ১৫০০/- টাকার অর্থ সাহায্য তুলে দেওয়া হবে বলে সরকারি তরফে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম হল “Yuvashree Scheme”। ইতি মধ্যে WB Yuvashree Scheme 2024 জন্য আবেদন শুরু হয়ে গেছে। তাই আজকের প্রতিবেদনে দেখেনিন এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য।
“Yuvashree Scheme 2024” এই প্রকল্পের উদ্দেশ্য কী?
মূলত “Yuvashree Scheme 2024” এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত নিয়োগ পাননি, তাঁরা যাতে মাসে একটা ভাতা পান, সে বিষয়ে নিশ্চয়তা প্রদান। রাজ্য সরকার তাদের হাতে একটি ন্যুনতম অর্থ তুলে দেবে।
এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন কারা?
এই প্রকল্পে আবেদন জানানোর জন্য কিছু শর্ত রয়েছে।
A) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
B) আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত।
C) আবেদনকারীকে অন্তত অষ্টম শ্রেণী পাশ
হতে হবে।
D) আবেদনকারীর পারিবারিক আয় কম হতে হবে।
E) আবেদনকারী যদি এই প্রকল্পের সাহায্য পান তাহলে অন্য কোন প্রকল্পে আবেদন করতে পারবেন না।
F) এবং অবশ্যই আবেদনকারীকে বেকার হতে হবে অর্থাৎ সরকারি বেসরকারি কোন কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না।
রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করবেন কি করে?
পশ্চিমবঙ্গের কোনো বেকার যুবক যুবতি যদি রাজ্য সরকারের “Yuvashree Scheme 2024” এই প্রকল্পের সাহায্য পেতে চান তাহলে তাকে অনলাইনে আবেদন জানাতে হবে।
1) তাকে প্রথমেই ভিজিট করতে হবে এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে https://employmentbankwb.gov.in/yuvasree.php।
2) এরপর ওয়েবসাইট মারফত নিজের নামটি এনরোলমেন্ট করে নেবেন।
3) প্রয়োজনীয় তথ্য গুলি পূরণ করে, ডকুমেন্টগুলি আপলোড করবেন।
4) সবশেষে গোটা আবেদনটি তথা অ্যাপ্লিকেশন ফর্মটি পুনরায় চেক করে সাবমিট করে দেবেন। আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে সরকারের তরফে আপনাকে মাসিক ভাতা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।
কি করে বুঝবেন আপনি নির্বাচিত হয়েছেন?
আপনার আবেদন পত্রটি জমা দেওয়ার পর সেটি বিবেচনা করা হবে। তারপর আপনাকে নিকটবর্তী এক্সচেঞ্জের অফিসে ডেকে আনা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এবং গোটা প্রক্রিয়াটির শেষে একটি চূড়ান্ত লিস্ট (Yuvashree Waiting List) তৈরি করা হবে, তালিকা অনুসারে যোগ্যদের সরকারি তরফে মাসিক ভাতা প্রদান করা হবে।
Plz submit my application