WB Summer Vacation – বড়ো ঘোষণা রাজ্য সরকারের! এই দিন পর্যন্ত বাড়লো গরমের ছুটি

Advertisement

WB Summer Vacation – এখন গরমে পুড়ছে গোটা বাংলা। উত্তরবঙ্গের প্রবল বর্ষণ হলেও পশ্চিমবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টি হলেও নিস্তার মিলছে না গরমের অস্বস্তিকর পরিস্থিতি থেকে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুল গরমের ছুটির পর খুললেও ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে আবার বন্ধ করে দিয়েছে। এবার এই পথে হাঁটল রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলি। আগামী ২৪শে জুন পর্যন্ত রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বর্ধিত করা হয়েছে।

Advertisement

কতদিন পর্যন্ত থাকবে গরমের ছুটি (WB Summer Vacation)

এক সূত্র মারফত জানা গিয়েছে যে ১৮ই জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হয়ে স্কুল খোলার কথা ছিল। কিন্তু প্রচন্ড তাপপ্রবাহের জন্য এই ছুটি ২৪শে জুন পর্যন্ত বর্ধিত করার ঘোষণা করা হয়েছে বর্তমান সরকারের তরফ থেকে। তবে শিশুদের জন্য ২৮শে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। বিভিন্ন শিক্ষা সংগঠনগুলি থেকে গরমের ছুটি বাড়ানোর আর্জি জানিয়েছিল বর্তমান সরকারের কাছে। এবার সেই দাবিতেই পড়লো সীলমোহর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – PEN Card – ভুলে যান প্যান কার্ড! এবার বানাতে হবে PEN Card, কি কি সুবিধা পাবেন এই কার্ডে, জেনে নিন

প্রাইমারি টিচার্স ট্রেনড গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রাদেশিক সভাপতি বিনয় কুমার সিং মুখ্যমন্ত্রী এবং বুনিয়াদি শিক্ষার প্রধান সচিবকে একটি পত্র মারফত জানিয়েছেন যে প্রচন্ড তাপপ্রবাহের জন্য ১৮ই জুন থেকে স্কুল খোলা বেশ অসুবিধা জনক কাজ হয়ে দাঁড়াবে। আবার এদিকে স্কুলের শিক্ষকদের পারস্পারিক বদলির প্রক্রিয়াও চলছে। এই সমস্ত করণের জন্যই কাউন্সিলের উচিত স্কুলের গরমের ছুটি (Summer Vacation) ৩০শে জুন পর্যন্ত বর্ধিত করা।

এর পাশাপাশি উত্তরপ্রদেশের বিটিসি টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অনিল যাদব প্রিন্সিপাল সেক্রেটরি বেসিক এডুকেশনকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছে যে সমগ্র রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের জন্যই কাউন্সিল যেন স্কুলগুলি ৩০শে জুন পর্যন্ত বন্ধ রাখে। অবশেষে এই সকল দাবিতে সরকার সীলমোহর দিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত স্কুলগুলি গরমের ছুটির জন্য ২৪শে জুন পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন – Life Certificate – সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর! তাড়াতাড়ি এই কাজ করুন, কী কী লাগবে দেখুন

Leave a Comment