WB Municipality Recruitment- রাজ্যের পৌরসভায় রয়েছে কাজের সুযোগ। নতুন একটি পদে চাকরির (WB Recruitment) বিবরণী প্রকাশ হল সম্প্রতি। একাধিক শূন্যপদ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। যাঁরা এতদিন একটি ভালো চাকরির সন্ধানে ছিলেন, তাঁরা এখানে নির্দ্বিধায় আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের তেইশটি জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। এই WB Municipality Recruitment সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।
WB Municipality Recruitment 2024-এর ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্যপদ
অতি সম্প্রতি রাজ্যের পৌরসভার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (WB Municipality Recruitment Notification) প্রকাশিত হয়েছে। যে পদের জন্য নিয়োগ দেওয়া হবে, তা হল ‘সাব রেজিস্টার’। মোট শূন্যপদ-এর সংখ্যা ১১ টি। এর মধ্যে সংরক্ষিত শ্রেণীভুক্ত SC দের জন্য তিনটি, ST দের জন্য দুটি ও OBC দের জন্য দুটি পদ রয়েছে। এছাড়া জেনারেল প্রার্থীদের জন্য চারটি শূন্যপদ রাখা হয়েছে। যাঁরা উক্ত পদে চাকরির জন্য আবেদনে আগ্রহী, তাঁরা এখানে আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিন।
নতুন চাকরির খবর- WB Health Department Recruitment 2024 – রাজ্যের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ, আবেদন পদ্ধতি বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা পৌরসভার নিয়োগে বা WB Municipality Recruitment আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা চাকরির জন্য আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের সবার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তবেই সেই প্রার্থী এই নিয়োগে অংশ নিতে পারবেন।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা মিউনিসিপ্যালিটির নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই আবেদনের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। যে নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে, এখানে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমাতে বিশেষ গুরুত্ব থাকছে।
মাসিক বেতন
WB Municipality Recruitment 2024-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য মিউনিসিপ্যালিটির নিয়োগে যাঁরা নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। রাজ্য সরকার লেভেল ১৪ (ROPA 2019) অনুযায়ী নিযুক্তদের বেতন দেবে।
আবেদন জানাবেন কিভাবে?
রাজ্য মিউনিসিপ্যালিটির নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- (A) আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- (B) এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোমপেজে পেয়ে যাবেন নিয়োগের আবেদন জানানোর লিঙ্ক। সেই আবেদনের লিঙ্কে ক্লিক করে ও নিজের সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
- (D) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাইজ মতো আপলোড করুন ও আবেদন ফি জমা করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিতে সাবমিট করুন।
- (E) সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
নতুন চাকরির খবর- WB Police Recruitment 2024 – মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, ১০২৫৫ টি শূন্যপদে আবেদন।
আবেদনের সময়সীমা
রাজ্যে পৌরসভার কর্মী নিয়োগ (WB Municipality Recruitment) প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া চলবে ৬ এপ্রিল তারিখ পর্যন্ত। আবেদন জানানোর জন্য এই সময়সীমাকে মাথায় রাখুন। এছাড়া, বিস্তারিত জানতে তার জন্য নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।