WB Health Department Recruitment 2024 – রাজ্যের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ, আবেদন পদ্ধতি বিস্তারিত।

Advertisement

WB Health Department Recruitment 2024 – রাজ্যের ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব পার্থীরা চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য খুবই সুখবর। যদি আপনি মোটা বেতনের চাকরির খোঁজ করে থাকেন অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে পদ সংক্রান্ত বিস্তারিত জেনে নিই।

Advertisement

নতুন চাকরির খবর –রেল ডিভিশনে টিকিট ক্লার্ক পদে নিয়োগ, দেরি না করে আজই করুন আবেদন

পদের নাম

ল্যাবরেটরি টেকনিশিয়ান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

বয়সসীমা

এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে সর্বনিম্ন ১৯ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যবর্তী যেকোনো প্রার্থী আবেদন জানাতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Health Department Recruitment 2024)

আবেদনকারীদের এই পদে আবেদনের জন্য নিচের যোগ্যতাগুলি থাকতে হবে।

১) আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত/জীব বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

২) সরকার কর্তৃক স্বীকৃত (WB Health Department Recruitment 2024) যেকোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা।

৩) ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের অধীনে লাইসেন্সপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানের যেকোনো ল্যাবরেটরিতে ২ বছরের যোগ্যতার অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ ও বেতন

এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ১ টি শূন্যপদে প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এই পদে কাজের জন্য প্রার্থীকে মাসিক বেতন হিসাবে ২২০০০ টাকা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রর্থীদের করার জন্য কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র উপযুক্ত যোগ্যতার নাম্বারের ভিত্তিতে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি (WB Health Department Recruitment 2024)

এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য নিচের পদ্ধতিগুলি ভালো করে অনুসরণ করতে হবে।

১) আবেদন প্রার্থীদের প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে।

২) তারপর আবেদনপত্রটি নিজের পুরো নাম, পিতার নাম, জন্মতারিখ,০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রার্থী বয়স, জেন্ডার, ঠিকানা, ন্যাশনালিটি, ক্যাটাগোরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ও চলতি ইমেইল আইডি ইত্যাদি তথ্য সহযোগী আবেদনপত্রটি স্পষ্ট ভাবে কলমের সাহায্যে পূরণ করতে হবে।

৩) আবেদনপত্র পূরণের পর উপরে নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটোকপি ও নিচে সিগনেচার ও জমার তারিখ যুক্ত করতে হবে।

৪) সর্বশেষে আবেদন ফরমেটটি সহ ইচ্ছুক প্রার্থীর প্রয়োজনীয় সকল ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে নির্দিষ্ট সময়ের আগে নোটিফিকেশনে দেওয়া The Office CMOH& Member Secretary, DH&FWS Babupara, Maya Talkies Road, Ward No-12, District- Alipurduar, Pin – 736121

আবেদনের শেষ তারিখ১৪/০৩/২০২৪
Official WebsiteView Now
Official NotificationClick Here

নতুন চাকরির খবর – ৩৭৩৪ শূন্যপদ কলকাতা পুলিশ কনস্টেবল আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত

Leave a Comment