UPSC Success Story – এক সময় ফিরিয়ে দিয়েছিলেন ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব! প্রথম চেষ্টাতেই UPSC জয় করলেন লড়াকু তরুণী তৃপ্তি ভট্ট

Advertisement

UPSC Success Story – ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) জয় প্রতিটি চাকরিপ্রার্থীর স্বপ্ন। দেশের প্রশাসনিক পদে চাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চান লক্ষ লক্ষ যুবক-যুবতী। এই চাকরি যেমন একাধারে সম্মানের অন্যদিকে এই চাকরির বেতন উচ্চ মানের। তবে স্বপ্নের চাকরির আসন লাভ করতে গেলে পার করতে হয় দূরহ বাধা। ইউপিএসসির পরীক্ষা মুখে বলা সহজ কাজে করা কঠিন। দেশ তথা বিশ্বের উল্লেখযোগ্য কঠিন পরীক্ষায় এটি। সেই UPSC পরীক্ষাতে পাশ করেই রেকর্ড গড়েছেন লড়াকু তরুণী তৃপ্তি ভট্ট। নিজের স্বপ্ন সফল করতে এক সময় তিনি ফিরিয়ে দিয়েছিলেন ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব। আজ তিনি দেশের আইপিএস অফিসার পদে কর্মরত।

Advertisement

Tripti Bhatt UPSC Success Story, Tripti secured Rank

ইউপিএসসি বিজয়ীদের গল্প কোনো অবিশ্বাস্য গল্পের চাইতে কিছু অংশে কম নয়। ‌ছোটবেলা থেকে পড়াশোনা পরিমন্ডলে বড় হওয়া তৃপ্তি ভট্ট তার দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন তিনি ঠিক আইপিএস (IPS) হবেন। আর সেই লক্ষ্যেই ছোটবেলা থেকে ছুটে চলেছিল ছোট্ট মেয়েটি। বরাবরই মেধাবির ছাত্রী তৃপ্তি। দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে তৃপ্তি উচ্চশিক্ষার স্বার্থে ভর্তি হন পন্থাগার বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন।‌ স্নাতক পাসের পর নিজের কর্মজীবন শুরু করেন তৃপ্তি ভট্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – Madhyamik Result – মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত! পরীক্ষার ফলঘোষণার আগেই পর্ষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! খুশি লাখ লাখ পরীক্ষার্থী।

দেশের খ্যাতনামা সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত হন তিনি। তিনি যখন এসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত রয়েছেন, তখন তার কাছে এসেছিল আরো ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব। কিন্তু সে একটি প্রস্তাবও গ্রহণ করেননি তৃপ্তি। এমনকি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে বেশিদিন কাজও করেননি তিনি। কারণ তার লক্ষ্য ছিল ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এরপর শুরু হয় কঠিন পরিশ্রম, দিন রাত এক করে পড়াশোনা করা।

২০১৩ সালে প্রথমবারের জন্য তৃপ্তি ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন এবং সেই পরীক্ষায় প্রথম চেষ্টাতেই সফলতা অর্জন করেন তৃপ্তি ভট্ট। ইউপিএসসি পাস করে আইপিএস অফিসার পদে আসীন হন তিনি। তৃপ্তি এখন দেরাদুনে এসপি পদে পোস্টেড। এভাবেই নিজের স্বপ্ন সফল করেছেন তৃপ্তি ভট্ট। নিজের স্বপ্ন সফল করে তিনি বুঝিয়ে দিয়েছেন, দেশসেবার চাইতে বড় আর কিছুই নয়। দেশের সমস্ত চাকরিপ্রার্থী তরুণ তরুণীর জন্য তৃপ্তি ভট্ট একজন ‌অনুপ্রেরণা হয়ে থাকবেন।‌

আরও পড়ুন – WB Gram Panchayat Exam practice set 07 – পঞ্চায়েত পরীক্ষার সেরা ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৭

Leave a Comment