SSA Recruitment 2024 – সর্বশিক্ষা অভিযানের শিক্ষক ও গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ, এখনই আবেদন করুন।

Advertisement

SSA Recruitment 2024 – শিক্ষাগত চাকরির জন্য অপেক্ষা করছেন? এবার আপনার অপেক্ষার অবসান সর্বশিক্ষা কমিশন অভিযান নিয়ে এলো বড় ঘোষণা। অবশেষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল এস এস এর পক্ষ থেকে। প্রায় আড়াই লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলেছে SSA। বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

Advertisement

SSA Recruitment 2024 – শিক্ষক গ্রুপ সি ডি লেভেল পদে রয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি আজকের এই নিবন্ধটিতে সেই বিষয়ে জানাবো বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

SSA Recruitment 2024

নিয়োগকারী সংস্থা

সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

কোন পদে নিয়োগ?

বিভিন্ন পদের কর্মী নিয়োগ করা হবে।

১) প্রাথমিক শিক্ষক
২) চাপরাসী (পিওন)
৩) ল্যাব টেকনিশিয়ান
৪) কার্যালয় স্টাফ তথা কর্মী।
৫) কম্পিউটার শিক্ষক

SSA Recruitment 2024

সকল পদ মিলিয়ে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ৬২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। নিম্নে শূন্য পদগুলির বিবরণ রইলো-

১) প্রাথমিক শিক্ষক – ৯৮,৩০৫
২) চাপরাশি (পিওন) – ২০,৩০০
৩) ল্যাব টেকনিশিয়ান – ১৮,৬৫০
৪) কার্যালয় স্টাফ তথা কর্মী – ২৫,৯৬৪
৫) কম্পিউটার শিক্ষক – ৭২,৮৪২

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করা ব্যক্তি এই পদে আবেদন করতে পারেন। এছাড়াও মাধ্যমিক উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাস করা চাকরি প্রার্থীরাও উচ্চতর পর্যায়ে পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (SSA Recruitment 2024)

প্রার্থী সর্বোচ্চ ৪৫ বছর বয়সীমা হতে হবে এবং সর্বনিম্ন ১৮ বছর বয়স সীমার প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

এবার আলোচনা করব কর্মীদের বেতন নিয়ে

১) প্রাথমিক শিক্ষক-৪৩,৩০০ টাকা
২) চাপরাশি (পিওন)-২২,৭০০টাকা
৩) ল্যাব টেকনিশিয়ান-৩৯,৫০০টাকা
৪) কার্যালয় স্টাফ তথাকর্মী-৩৩,৫০০টকা
৫) কম্পিউটার শিক্ষক-৩৭,৭০০টাকা

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করতে পারবেন অনলাইন মারফত নিম্নে আলোচনা করা হলো আবেদন পদ্ধতি নিয়ে

১) এর ওয়েবসাইটে গিয়ে (SSA Recruitment 2024) আবেদন পত্রের লিংকে ক্লিক করে মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
২) এরপর অনলাইন ফর্মটি ডাউনলোড করে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম,জন্মতারিখ ,বয়স জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ,শিক্ষাগত যোগ্যতা, তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
৩) এরপর ফর্মে নিজের সইসমেত এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৪) ফিলাপ করার পর সম্পূর্ণ তথ্য গুলি আরেকবার করে ভেরিফিকেশন করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এই কাজের জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন করার শেষ তারিখ করে ১ল মার্চ ২০২৪ এর মধ্যে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আপনিও যদি আগ্রহী হয়ে থাকেন দেরি না করে শীঘ্রই আবেদন করুন।

Official WebsiteView Now
Official NotificationClick Here

নতুন চাকরির খবর – রাজ্যে ব্লকজুড়ে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার।

Leave a Comment