India Post Office Recruitment 2024 – শুধুমাত্র মাধ্যমিক পাশের দুর্দান্ত চাকরি, ডাক বিভাকে গ্রুপ সি পদে নিয়োগ।

Advertisement

India Post Office Recruitment 2024 – ন্যূনতম যোগ্যতায় চাকরির সন্ধান করছেন? আর এবার খোঁজাখুঁচির দিন শেষ ডাক বিভাগ এনেছে এক সুবর্ণ সুযোগ সম্প্রতি ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনিও এই পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

Advertisement

India Post Office Recruitment 2024 – এ বিষয়ে আজ আলোচনা করব কোন পদে নিয়োগ হবে? কত বয়স সীমা লাগবে? শিক্ষাগত যোগ্যতা?  বেতন এবং আবেদন পদ্ধতি নিয়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

India Post Office Recruitment 2024

কোন পদে নিয়োগ

প্রথমেই জেনে নেব কোন পদে নিয়োগ হচ্ছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য তথ্য অনুযায়ী ডাক বিভাগের গ্রুপ সি লেভেল পদে কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ কারী সংস্থার ডিপার্টমেন্ট অফ পোস্ট তথা ডাকবিভাগের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (India Post Office Recruitment 2024)

আবেদনকারী শিক্ষাগত কোথায় আবেদনকারী লাগবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও বিভিন্ন যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।

নতুন চাকরির খবর – রাজ্যে ব্লকজুড়ে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৬ বছর এই বয়সে নিম্নে‌ থাকা সবাই এই পদে আবেদন করতে পারবেন।

বেতন (India Post Office Recruitment 2024)

এই পদে কর্মীর মাসিক বেতন হবে সর্বোচ্চ ২০,০০০/- টাকা অব্দি।

আবেদন পদ্ধতি

১) অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন করা যাবে। প্রথমে ফন্ট টি সংগ্রহ করে নিতে (India Post Office Recruitment 2024) হবে অনলাইন ওয়েবসাইট থেকে
২) আবেদনপত্রে যাবতীয় তথ্য ও যেমন নাম, মোবাইল নাম্বার, ইমেইল ,অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স ,জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি স্থানগুলি প্রয়োজনীয় তথ্য দিয়ে তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৩) ফর্মের নিজের সই সঙ্গে সঙ্গে আরো লাগবে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৪) এবং আবেদনপত্রের সাথে নিজের যাবতীয় ডকুমেন্ট জেরক্স করে ও সেলফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রটিকে জমা দিতে হবে।
৫) এরপর এগুলিকে যত্ন সহকারে একটি খামের ভেতর ঘুরে তার নির্দিষ্ট সময়ের এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ হলো

১৯শে মার্চ ২০২৪ তারিখের মধ্যে অফলাইনে ইচ্ছুক  ব্যক্তি আবেদন জানাতে পারবেন।

Official WebsiteView Now
Official NotificationClick Here

Leave a Comment