RRB Recruitment 2024- ৯১৪৪ শূন্যপদে RRB টেকনিশিয়ান নিয়োগ! আবেদন চলবে ৮ এপ্রিল পর্যন্ত

Advertisement

RRB Recruitment 2024- চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর। বিপুল শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। হাজার হাজার পদের জন্য চলবে এই নিয়োগ প্রক্রিয়া। ন্যুনতম যোগ্যতায় আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থী।
এই বিপুল শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর জন্য হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। তাই আর দেরি না করে নিজেদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। RRB Recruitment 2024 নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

Advertisement

RRB Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্যপদের বিবরণ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর তরফে চলতি বছরে নতুন নিয়োগ বার্তা প্রকাশ করেছে। রেলের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ‘টেকনিশিয়ান’ পদে প্রার্থী নিয়োগ হবে। ড্রাইভের মাধ্যমে বিপুল শূন্যপদ পূরণ হবে, সর্বমোট শূন্যপদের সংখ্যা ৯১৪৪। শূন্যপদে জায়গা পাবেন প্রচুর চাকরিপ্রার্থী। সংশ্লিষ্ট নিয়োগে কী কী যোগ্যতা লাগবে? বিশদে জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

নতুন চাকরির খবর- পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নোটিশ জারি! একাধিক পদে চলছে নিয়োগ, WB Municipality Recruitment 2024

RRB Recruitment 2024-এর এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা রেলওয়ে বোর্ডের সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের NCTV/SCTV প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। সঙ্গে তাঁদের SSLC বা ITI অথবা প্রাসঙ্গিক ট্রেডের অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করার যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা

যে সকল প্রার্থীরা রেলওয়ে বোর্ডের RRB Recruitment 2024 নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই আবেদনের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। জারি হওয়া নোটিফিকেশনে বলা হয়েছে, এই নিয়োগে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মতো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন

ভারতীয় রেলওয়ে বোর্ডের বা RRB নতুন নিয়োগ (RRB Recruitment) প্রক্রিয়ায় যাঁরা নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। উচ্চহারে বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা।

নতুন চাকরির খবর- WB Police Recruitment 2024 – মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, ১০২৫৫ টি শূন্যপদে আবেদন।

আবেদন জানাবেন কিভাবে?

RRB টেকনিশিয়ান নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  • (A) RRB Recruitment 2024 আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
  • (B) এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোমপেজে নিয়োগের আবেদন জানানোর লিঙ্ক পাবেন। সেই আবেদনের লিঙ্কে ক্লিক করে সেখানে নিজের যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
  • (C) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাইজ মতো আপলোড করুন ও আবেদন ফি জমা
    করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিতে সাবমিট করুন।
  • (D) সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। অ্যাপ্লিকেশন জমা করার পর তার
    একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

RRB Recruitment 2024 এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে ৫০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণীভুক্ত (SC, ST) প্রাক্তন সৈনিক, PWD, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিক অনগ্রসর ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা।

আবেদনের সময়সীমা

RRB টেকনিশিয়ান নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছিল ৯ মার্চ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চলবে ৮ এপ্রিল তারিখ পর্যন্ত। আবেদন জানানোর জন্য সময়সীমায় খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে তার জন্য নজর রাখুন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

তিনটি ধাপের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
1) প্রথম ধাপ হল CBT-পর্যায় I
2) দ্বিতীয় ধাপ হল CBT-পর্যায় II
3) তৃতীয় ধাপ হল ডকুমেন্ট ভেরিফিকেশন।
তিনটি ধাপের নির্বাচনে যাঁরা সিলেক্টেড হবেন, তাঁরাই শূন্যপদে নিয়োগ পাবেন।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
অনলাইন আবেদনের লিঙ্কClick

Leave a Comment