Government Scheme- ক্ষমতায় আসার পর থেকেই মোদী সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের উপকারী স্কিম এনেছে। সমাজের সকল স্তরের মানুষের উত্তরণ ও অগ্রগতির উদ্দেশ্যে কেন্দ্রের প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে বেশ কিছু প্রকল্পের সঠিকভাবে প্রচার না হওয়ায় তা আমজনতার মধ্যে জনপ্রিয়তা পায়নি, যদিও স্কিমগুলি থেকে প্রাপ্ত সুবিধা কোনো অংশে কম নয়। কেন্দ্রের একটি প্রকল্প রয়েছে যাতে আবেদন করলেই মিলবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এই টাকা চলে আসে সরাসরি আবেদনকারী প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনিও যদি কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা নিতে চান, তবে মন দিয়ে পড়ে নিন আজকের প্রতিবেদনটি।
এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বা Government Scheme সম্পূর্ণ বিবরণ
রাজনৈতিক ক্ষমতা লাভের পর মোদী সরকারের তরফে চালু করা একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা (PMAYG)। এই স্কিমের বছর বছর ধরে উপকৃত হয়ে এসেছেন এই দেশের জনসাধারণ। প্রকল্পটি চালুর উদ্দেশ্যই ছিল দেশের সকল স্তরের মানুষের অর্থনৈতিক অগ্রগতি। যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা সমাজের মূলধারায় ফিরে আসতে পারেন।
ভারতবর্ষের বহু নাগরিক রয়েছেন, তাঁদের বাড়ি ঘর তৈরির সমস্যা রয়েছে। আর ঘরের সমস্যা থাকার কারণে তাঁরা কাঁচা বাড়িতে থাকেন। মূলত তাঁদের জন্যই এই প্রকল্প শুরো। কেন্দ্রের এই Government Scheme-এর আবেদন করলেই তাঁরা পেয়ে যান লক্ষাধিক টাকা। যা দিয়ে মাথার উপর ছাদ, ভালো বাড়িঘর নির্মাণ করে নিতে পারেন তাঁরা। কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে এই প্রকল্পের এত প্রচার করেছে যে সংশ্লিষ্ট প্রকল্পটি জনসাধারণের মধ্যে পরিচিতি লাভ করে।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কত টাকা মেলে?
কেন্দ্রের PMJDY প্রকল্পের দ্বারা আবেদনকারী মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেতে পারেন। তবে এই প্রকল্পের টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে। গ্রাম ও শহরভেদে টাকার পরিমাণে একটু পার্থক্য রয়েছে। যাঁরা গ্রামাঞ্চল থেকে আবেদন করবেন, তাঁরা সকলেই ১ লক্ষ ৪০ হাজার টাকার অর্থ সাহায্য পাবেন। যা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে।
স্কিমের টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে। যেখানে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা পাঠানো হয়। এছাড়া NRGS দ্বারা মোট ১০০ টি মেইনটেইন্স ফি দেওয়া হয়। যার অর্থমূল্য ২১ হাজার টাকা। এর পাশাপাশি, পরে আরও অতিরিক্ত ১২ হাজার টাকা দেওয়া হয়। সবমিলিয়ে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
কারা আবেদন জানাতে পারবেন?
- 1) Government Scheme-এর এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন গ্রাম ও শহরের বাসিন্দারা যাঁদের পাকা বাড়িঘর নেই।
- 2) আবেদনকারী যেন দারিদ্রসীমার নিচে বাস করেন।
- 3) আবেদনকারীর কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই।
- 4) এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় একবারই। অর্থাৎ আগে সুবিধা পেলে পরে আবেদন জানাতে পারবেন না।
কিভাবে এই প্রকল্পে আবেদন জানাবেন?
কেন্দ্রের এই প্রকল্পে আবেদন জানানো যায় দুভাবে। অনলাইন ও অফলাইনে। অনলাইনে যদি আবেদন জানাতে চান, তবে ভিজিট করতে হবে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আবেদন পত্র ফিল আপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সাবমিট করতে হবে। আর যদি অফলাইনে আবেদন জানাতে চান, তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে ভিজিট করে সেখান থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে তা ফিল আপ করে তার সঙ্গে সমস্ত নথি যুক্ত করে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা করুন। অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর আধিকারিকরা আপনার বাড়ি আসবে। আপনি যদি সাহায্য পাওয়ার যোগ্য হন, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে PMDJY স্কিমের টাকা।