KP Constable Practice Set-02- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হাতে আছে আর মাত্র কয়েক দিন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কলকাতা পুলিশের তরফে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ বিনামূল্যে নতুন নতুন প্র্যাকটিস সেট (Free KP Constable Practice Set) আপলোড করব।
পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই KP Constable Practice Set গুলি ভালোভাবে ফলো করুন। আজকের প্র্যাকটিস সেটেও ১০ টি প্রশ্ন চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দেওয়া হল। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য সকলের প্র্যাকটিস একটি বার বার করে অনুশীলন করা দরকার।
সম্পূর্ণ বিনামূল্যে KP Constable Practice Set 02
1) সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ?
উত্তর : ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
2) প্রয়াত কেশব দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : হকি
3) প্রয়াত কেশব দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : হকি
4) বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয় ?
উত্তর : ২১শে জুন
5) প্রতি বছর কোন দিনে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় ?
উত্তর : ৮ই মে
6) ঘূর্ণিঝড় মোকা (Mocha) নামকরণ করেছে কোন দেশ ?
উত্তর : ইয়েমেন
7) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উত্তর : জগদীপ ধনখড়
8) UPSC এর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তর : ড. মনোজ সোনি
9) পৃথিবীর দীর্ঘতম বালির দুর্গ কোথায় তৈরি হলো ?
উত্তর : ডেনমার্ক
10) IFC এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : ওয়াশিংটন ডিসি
আরও দেখুন – KP Constable Practice Set 01