Kotak Suraksha Scholarship- ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নানান ধরনের স্কলারশিপ চালু রয়েছে দেশে। স্কলারশিপগুলি থেকে আর্থিক সাহায্য পান আবেদনকারী পড়ুয়ারা। তবে সব বৃত্তির খবর সঠিকভাবে প্রচার হয় না বলে, জানা থাকে না অনেকেরই। আজকের প্রতিবেদনে তুলে ধরবো এমন একটি স্কলারশিপের কথা, যেখানে আবেদন করলে ছাত্রছাত্রীরা পাবেন এক লক্ষ টাকার আর্থিক সাহায্য। স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন, কারা স্কলারশিপের জন্য আবেদনযোগ্য, তা জেনে নিতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।
কোটাক সুরক্ষা স্কলারশিপ ২০২৪(Kotak Suraksha Scholarship 2024)
কোটাক সিকিউরিটিস লিমিটেডের উদ্যোগে চালু হওয়া একটি স্কলারশিপ হল কোটাক সুরক্ষা বৃত্তি। ছাত্র ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করা হয় এই বৃত্তির মাধ্যমে যাতে তাঁরা ভবিষ্যতে তাঁদের উচ্চ শিক্ষার স্বপ্নপূরণ করতে পারেন। তবে এই বৃত্তি প্রোগ্রামটি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্যই প্রচলিত। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পঠনপাঠনরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা ভোগ করতে পারেন।
কোটাক সুরক্ষা স্কলারশিপে আবেদন জানাতে পারবেন কারা?
- i) কোটাক সুরক্ষা স্কলারশিপটি মূলত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য চালু হয়েছিল।
- ii) এই স্কলারশিপের আবেদনকারীকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হতে হবে, অথবা স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে।
- iii) এই স্কলারশিপের আবেদনকারীর সর্বশেষ শিক্ষাবর্ষে অন্ততপক্ষে 55% নম্বর থাকতে হবে।
- iv) এই স্কলারশিপের আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ ২০ হাজার টাকার নীচে।
Kotak Suraksha Scholarship 2024-এ অনুদানের পরিমাণ
স্কলারশিপে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের INR 50,000/- টাকার স্কলারশিপ দেওয়া হয়। তবে এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারী পড়ুয়া ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য পেতে পারেন।
কোটাক সুরক্ষা স্কলারশিপে আবেদন জানাবেন কিভাবে?
- i) যারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তারা প্রথমেই নিজের মোবাইল, ইমেইল, অথবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ভিজিট করুন Buddy4Study তে। এবং সেখানে লগইন করুন।
- ii) এরপর প্রার্থী ‘Kotak Suraksha Scholarship Program 2024-25’ সেকশনে যান। এবং সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে লগ ইন করুন। আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করতে হবে। কোন তথ্য যেন ভুল না দেওয়া হয়।
- iii) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। তারপর ‘Terms and Conditions’
অপশনে গিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। - iv) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করা হলে সেটি সাবমিট বটনে ক্লিক করে জমা করে দিন।
আবেদন জানানোর জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
Kotak Suraksha Scholarship 2024-এ আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হল- ১) বিশেষ সক্ষমতার প্রমাণপত্র ২) বর্তমান বছরের অ্যাডমিশন প্রুফ, ৩) শিক্ষাগত যোগ্যতা তথা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট, ৫) আধার কার্ড ও ভোটার কার্ড, ৬) সিগনেচার ও পাসপোর্ট সাইজ ছবি, ৬) পারিবারিক আয়ের প্রমাণপত্র, ৮) ব্যাংকের পাস বই ইত্যাদি ডকুমেন্ট।
আবেদনের সময়সীমা
ইতোমধ্যে Kotak Suraksha Scholarship 2024-এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সকল আগ্রহী ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আগামী ৩১ শে এপ্রিলের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই জমা করে দিন।