ISI Kolkata Recruitment – চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। বাড়ির কাছে কলকাতার নতুন শূন্যপদে কর্মী নিয়োগ। আপনি যদি শিক্ষিত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন হয়ে থাকেন, ভালো চাকরির জন্য নিরন্তর পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আর সময় নষ্ট করবেন না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় শীঘ্রই আবেদন জমা করুন। কিভাবে আবেদন জানাবেন, আবেদন জানানোর জন্য কি যোগ্যতা লাগবে, আবেদনের শর্তাবলী কি কি, এই সমস্ত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে গোটা প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
ISI Kolkata Recruitment 2024 Details
সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের তরফে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলকাতায় কর্মী নিয়োগ হচ্ছে প্রজেক্ট লিংকড পার্সন (Project Linked Person) এই পদের জন্য। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। আবেদনকারীদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে। নিম্নে তারই বর্ণনা দেওয়া হলো।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে (M.E /M.Tech / M.Sc) কিংবা তার সমতূল্য ডিগ্রি। এছাড়া আবেদনকারী প্রার্থীদের Computer Science এবং Engineering / Information Technology / M.C.A / Mathematics বিষয়ে যোগ্যতা থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। যদিও আবেদন জানানোর আগে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
বয়স সীমা
যারা ISI Kolkata Recruitment 2024 -এর এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক,তাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে 01/05/2024 তারিখ অনুযায়ী। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো – যারা এখানে আবেদন জানাবেন, সিলেক্টেড হবেন এবং উল্লিখিত পদের জন্য চাকরি করবেন তাদের প্রতি মাসে ৩১ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
ইন্টারভিউ
এই নিয়োগে কোনো পরীক্ষা নেওয়া হবে না। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই ইন্টারভিউর আগেই নিজের একটি তথ্যপূর্ণ উপযুক্ত সিভি বানিয়ে নিন। তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে ইন্টারভিউর জন্য। কোথায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউ? ইন্টারভিউর স্থান হলো
(The office of the Advanced Computing & Microelectronics Unit, Platinum Jubilee Academic Building, 5th Floor, Indian Statistical Institute, 203 B.T. Road, Kolkata 700108)।
আরও পড়ুন – WB Leave Rules – পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ছুটির নিয়মে নয়া বদল, নবান্ন থেকে বিশেষ বিজ্ঞপ্তি
কবে হবে ইন্টারভিউ?
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই চাকরির ইন্টারভিউ আয়োজিত হবে আগামী ৩০ মে ২০২৪ তারিখে। তবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি পড়ে নেবেন। এই নিয়োগ সম্পর্কে আরও জানতে ওয়েবসাইট ফলো করুন।
ISI Kolkata Recruitment 2024 Official Notification – Download Now
Official Website of ISI Kolkata – Click Here