ICAR NBSSLUP Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সামনে দারুন একটি চাকরির সুযোগ। কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রিক কলকাতার দপ্তরে রয়েছে কর্মখালি। আবেদন জানানোর সুযোগ থাকছে চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য। প্রতি মাসে উচ্চ বেতনের ভালো চাকরির সন্ধানে যারা ছিলেন, তারা এই নিয়োগে আবেদনপত্র জমা করুন। তবে আবেদন জানাতে চাইলে কিছু বিষয়ে জেনে রাখা বিশেষ জরুরী। আবেদন যোগ্যতা, আবেদন জানানোর পদ্ধতিগুলি আলোচনা করে নেওয়া যাক।
কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ (ICAR NBSSLUP Recruitment 2024)
সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (ICAR) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং-এর একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। এই কাজটি চুক্তিভিত্তিক। নিযুক্তদের এক থেকে তিন বছরের জন্য এখানে কাজ করতে হবে। তবে জেনে নেওয়া যাক, নিয়োগের আবেদন যোগ্যতা
কী রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাবেন বলে ভাবছেন, ভূগোল, এগ্রিকালচারাল সায়েন্স, জিও ইনফরমেটিক্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয় কিংবা রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন জানতে পারবেন। সংস্থার তরফে বলা হয়েছে আবেদন কারী প্রার্থীর রিমোট সেন্সিং নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীদের বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ ও সাবলীল হতে হবে।
বয়স সীমা ও বেতন
বয়স সীমাঃ যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাবেন বলে ভাবছেন, তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
বেতনঃ এই নিয়োগ প্রক্রিয়ায় কর্মরতদের প্রতিমাসে ভালো বেতন দেওয়া হবে। সংস্কার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে ২১ থেকে ২৪ হাজার টাকা।
আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলবে অনলাইন মারফত। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি যুক্ত করে আপলোড করে দেবেন। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। তাই কোন লিখিত পরীক্ষা দিতে হবে না
আবেদন জানানোর সময়সীমা
এই নিয়োগের আবেদন চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। আবেদন জানানোর আগে সময়সীমা দেখে নেবেন আগ্রহীরা।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোন লিখিত পরীক্ষা হবে না বরং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। তাই আগামী ৯ এপ্রিল ইন্টারভিউটি আয়োজিত হবে। আগ্রহীরা ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য চলে আসবেন সংস্থার কলকাতার দফতরে। বিস্তারিত জানতে নজর রাখুন সংস্থার অফিসিয়াল সাইটে।