WBPSC Clerkship Exam Practice set 14 – WBPSC Clerkship Exam এর নোটিশ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।সিলেবাস সহ সব তথ্য ইতিমধ্যেই জেনে গিয়েছেন পরীক্ষার্থীরা। জোর কদমে প্রস্তুতি চলছে পরীক্ষার জন্য। সকলেই জানেন যে, WBPSC ক্লার্কশিপ পার্ট- পরীক্ষাতে সমস্ত বিষয়ে অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর সমাধান করতে হবে পরীক্ষার্থীদের।
কি ধরনের প্রশ্ন আসবে WBPSC Clerkship পরীক্ষায়। এই নিয়ে চিন্তার শেষ নেই পরীক্ষার্থীদের। WBPSC Clerkship পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর তাই আজকের প্রতিবেদনে দেওয়া হল। দেরি না করে তাড়াতাড়ি এই প্রশ্ন উত্তরগুলি পড়ে ফেলুন। WBPSC Clerkship পরীক্ষায় সাফল্য অপেক্ষা করছে আপনার জন্য।
WBPSC Clerkship Exam Practice set 14
1) 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি ছাদ 5/4 মিটার বর্গ মাপের পাথর দ্বারা ঢাকতে কটি পাথরের প্রয়োজন?
A) 1004টি
B) 1040টি
C) 1440টি
D) 1024টি
উত্তর – 1024টি
2) কোন শহরে 2016 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 4.7 মিলিমিটার। ঐ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
A) 13.63 সেন্টিমিটার
B) 13 সেন্টিমিটার
C) 13.05 সেন্টিমিটার
D) 13.25 সেন্টিমিটার
উত্তর – 13.63 সেন্টিমিটার
3) 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে | 100 দিনেঐ কাজ কত জন লোক করতে পারবে?
A) 110 জন
B) 120 জন
C) 135 জন
D) 150 জন
উত্তর – 150 জন
4) 675 টাকার 13/15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত?
A) 204 টাকা
B) 208 টাকা
C) 212 টাকা
D) 216 টাকা
উত্তর – 216 টাকা
6) 5000 টাকার 0.1% কত টাকা?
A) 50 টাকা
B) 500 টাকা
C) 5 টাকা
D) 10 টাকা
উত্তর – 5 টাকা
7) দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 9 এবং 270 | একটি সংখ্যা 54 হলে অপরটি কত?
A) 40
B) 45
C) 50
D) 55
উত্তর – 55
8) লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে একজন লোক দেখেন 280 মিটার লম্বা একটি ট্রেন 14 সেকেন্ডে তাকে অতিক্রম করছে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল?
A) 55 কিমি
B) 66 কিমি
C) 72 কিমি
D) 80 কিমি
উত্তর – 72 কিমি
9) কোন সংখ্যা ৪% হ্রাস পেলে 506 হয়। সংখ্যাটি কত?
A) 510
B) 520
C) 540
D) 550
উত্তর – 550
10) 600 টাকার 5 বছরের সুদ। 60 টাকা হলে, সুদের হার কত?
A) 1.5%
B) 2%
C) 2.5%
D)3%
উত্তর – 2%