WB Gram Panchayat Practice Set 02 – এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাজ্যজুড়ে। আবেদন প্রক্রিয়ার পাশাপাশি সকলে শুরু করে দিয়েছে পরীক্ষার তোড়জোড়। এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো ১৫ টি প্রশ্ন উত্তরের ঠিকানা যা আপনার পরীক্ষা সহজ করে দেবে।
গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রাক্টিস সেট ২
আপনিও যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং আপনি চান খুব সহজেই এই পরীক্ষায় ভালো ফলাফল করতে তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দিন প্রস্তুতি। WB Gram Panchayat Practice Set 02 -এ দেখুন সেরা ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা
WB Gram Panchayat Practice Set 02
১) সম্প্রতি কলকাতার সঙ্গে জেলা সদরের সরকারি যোগাযোগের জন্য কোন পরিষেবা চালু হয়েছে?
a) বাংলাশ্রী এক্সপ্রেস
b) কন্যাশ্রী এক্সপ্রেস
c) রকেট এক্সপ্রেস
d) এর কোনটাই নয়
উত্তর – রকেট এক্সপ্রেস
২) কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস বলা হয়?
a) ১ লা অক্টোবর
b) ১ নভেম্বর
c) ১ ডিসেম্বর
d) ১ সেপ্টেম্বর
উত্তর – ১ লা ডিসেম্বর
৩) কোন রাজ্যে সৌর সুজলা যোজনা শুরু হয়েছে?
a) মহারাষ্ট্র
b) রাজস্থান
c) ছত্রিশগড়
d) পশ্চিমবঙ্গ
উত্তর – ছত্রিশগড়
৪) অনিল কুমলের ডাকনাম কি?
a) জাম্বো
b) শানু
c) লম্বু
d) গব্বর
উত্তর – জাম্বো
৫) মাস্টার অফ দা ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা?
a) জুল ভার্ন
b) জন অ্যাডমস
c) আরফিন ষ্টোরেন
d) জন কিটস
উত্তর – জুল ভার্ন
৬) মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন?
a) জাহাঙ্গীর
b) শাহজাহান
c) আকবর
d) বাবর
উত্তর – আকবর
৭) বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ছিলেন?
a) গোপাল
b) লক্ষণ সেন
c) হর্ষবর্ধন
d) শশাঙ্ক
উত্তর – গোপাল
৮) কোন বিষয় নোবেল পুরস্কার সর্বশেষ প্রবর্তিত হয়?
a) রসায়ন
b) অর্থনীতি
c) চিকিৎসা বিজ্ঞান
d) সাহিত্য
উত্তর – অর্থনীতি
৯) বেদের অপর নাম কি?
a) শ্রুতি
b) ব্রাহ্মণ
c) জ্ঞান
d) অথর্ব
উত্তর – শ্রুতি
১০) ভারতের পার্লামেন্টে কয়টি কক্ষ রয়েছে?
a) তিনটি
b) চারটি
c) দুটি
d) একটি
উত্তর – দুটি
১১) আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়?
a) ১৮৭৮ সাল
b) ১৮৮০ সাল
c) ১৮৭৪ সাল
d) ১৮৭৬ সাল
উত্তর – ১৮৭৬ সালে
১২) কোন নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল?
a) বাদুর নদী
b) সিন্ধু নদী
c) টাইবার নদী
d) রাইন নদী
উত্তর – টাইবার নদী
১৩) নামদামা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
a) রাজস্থান
b) মধ্যপ্রদেশ
c) ঝাড়খন্ড
d) অরুনাচল প্রদেশ
উত্তর – অরুণাচল প্রদেশ
১৪) বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয় কি ?
a) অবতল লেন্স
b) সমতল লেন্স
c) উত্তল লেন্স
d) উত্তল দর্পণ
উত্তর – উত্তল লেন্স
১৫) বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত?
a) বাঁকুড়া
b) বীরভূম
c) মেদিনীপুর
d) নদীয়া
উত্তর – নদীয়া
WB Gram Panchayat Practice Set
WB Gram Panchayat Practice Set 01 | Read Now |