Assistant Job Recruitment 2024 – উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৭৬০ টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Advertisement

Assistant Job Recruitment 2024 – চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য একটি নতুন‌ নিয়োগের খবর। অতি শীঘ্রই একগুচ্ছ শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতে চলেছে দেশে। শয়ে শয়ে শূন্যপদে চাকরি পাবেন উপযুক্ত প্রার্থীরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো সেই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য। আগ্রহীরা অবশ্যই পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

Advertisement

Junior Assistant Job Recruitment 2024 Notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

সম্প্রতি দিল্লি জল বোর্ডের (Delhi Jal Board) তরফে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে বিপুল শূন্য পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তারা শর্ত গুলি মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। মোট শূন্য পদের সংখ্যা ৭৬০ টি। আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো।‌ যারা আগ্রহী, তারা সবটা মন দিয়ে পড়ে নিন। ‌

আরও পড়ুন – WBPSC Assistant Professor vacancy – রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা! নোটিশ দিয়ে দিনক্ষণ জানানো পাবলিক সার্ভিস কমিশন

শিক্ষাগত যোগ্যতা

যে সকল আগ্রহী প্রার্থী এখানে আবেদন জানাতে চাইছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা হবে দেশের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। এর পাশাপাশি উক্ত প্রার্থীকে এক মিনিটের মধ্যে ৩৫ টি ইংরেজি শব্দ অথবা ৩০ টি হিন্দি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে চাইছেন তারা নিয়োগের বয়সসীমা অবশ্যই জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।‌ তবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবেন।

আবেদন জানাবেন কিভাবে

  • প্রার্থীরা প্রথমে ভিজিট করবেন জল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সংশ্লিষ্ট ওয়েবসাইটটি হলো- (https://delhijalboard.delhi.gov.in/)।‌
  • এরপর এই ওয়েবসাইট থেকে আবেদনের লিংকে ক্লিক করবেন, আবেদনপত্র পাবেন। সেটি পূরণ করবেন।সমস্ত তথ্য নির্ভুলভাবে উল্লেখ করবেন।
  • যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করবেন।‌
  • গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হলে আবেদনপত্র জমা দিয়ে দেবেন। তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে। কবে পর্যন্ত আবেদন জমা করা যাবে সে বিষয়ে তথ্য পাবেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
  • তাই প্রার্থীদের বলা হচ্ছে, এই নিয়োগ সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই ফলো করুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি।

আরও পড়ুন – TRAI Job Vacancy 2024 – চাকরি খুঁজছেন? ভারতের টেলিকম দপ্তরে রয়েছে কাজের সুযোগ! আবেদন জানান অনলাইনে, পড়ে নিন বিস্তারিত

নিয়োগ প্রক্রিয়া

দিল্লি জল বোর্ডের (Delhi Jal Board) তরফে এই নিয়োগ প্রক্রিয়ায় ৮৫ শতাংশ ভ্যাকেন্সি পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। বাকি ১০% ভ্যাকেন্সি থাকবে গ্রুপ সি স্টাফদের জন্য যারা উল্লেখিত শর্ত গুলো পূরণ করবেন, এবং তিন বছর ধরে কাজে নিযুক্ত আছেন। বাকি পাঁচ শতাংশ ভ্যাকেন্সি পূরণ হবে প্রমোশনের ভিত্তিতে। আগ্রহী প্রার্থীরা জল বোর্ডে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে।‌

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload

Leave a Comment