WBPSC Clerkship Practice set 04 – WBPSC ক্লার্কশিপের জন্য, বাছায় করা ক্লার্কশিপ পরীক্ষার সেরা ১০ টি General knowledge প্রশ্ন উত্তরের ঠিকানা

Advertisement

WBPSC Clerkship Practice set 04 – কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল food SI পরীক্ষার কর্মসূচি, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে আগামী দিনে ফের এই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র-ছাত্রীরা। কিন্তু সামনে আসচ্ছে WBPSC ক্লার্কশিপের পরীক্ষা তাই আজ এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC Clerkship পরীক্ষার প্রাকটিস সেট 4, যেখানে আপনি পেয়ে যাবেন সেরা ১০ টি প্রশ্ন উত্তরের হদিশ।

Advertisement

WBPSC Clerkship Practice set 04 for General knowledge

বিগত কিছু বছরের যে সমস্ত পরীক্ষা নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো WBPSC Clerkship পরীক্ষা। এই পরীক্ষার জন্য প্রতিবছর প্রস্তুতি নেয় কয়েক হাজার ছাত্রছাত্রী। তবে সকলের পক্ষে সম্ভব হয় না শিক্ষকদের কাছে গিয়ে নিজেকে প্রস্তুত করা তাই এই প্রতিবেদন তাদের জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক দশটি সেরা প্রশ্ন উত্তর কোনগুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) ইংরেজরা, ভারতের কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন?
উত্তর: সুরাট।

২) ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্যের নাম কি?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

৩) গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
উত্তর: মাটি।

৪) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর: হেনরি বেকারেল

৫) ভারতীয় জাতীয় উৎপাদনের পরিষেবা ক্ষেত্রে অবদান কত?
উত্তর: ৬২ শতাংশ

৬) ২০১৯ সালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় এসেছিল তার নাম কি ছিল?
উত্তর: বুলবুল

৭) ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
উত্তর: নির্মলা সীতারামন

৮) পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়?
উত্তর: ফার্মি

৯) কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?
উত্তর: সুরাট

১০) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: শিশির কুমার ঘোষ

All Free WBPSC Clerkship Practice set

WBPSC Clerkship Practice set 01Read Now
WBPSC Clerkship Practice set 02Read Now
WBPSC Clerkship Practice set 03Read Now

Leave a Comment