WBPSC Clerkship Practice set 05 – কিছুদিন আগেই ফুড এস আই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে WBPSC Clerkship 2024 পরীক্ষাটি খুব তাড়াতাড়ি নেওয়া হবে। তাই সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আগে থেকে। তাই আজ এই প্রতিবেদনে WBPSC Clerkship পরীক্ষার পঞ্চম প্র্যাক্টিস সেট আপনাদের জন্য তুলে ধরা হলো।
WBPSC Clerkship প্র্যাক্টিস সেট সেরা ১০ টি প্রশ্ন উত্তরের তালিকা দেখুন
WBPSC Clerkship পরীক্ষার জন্য যদি পরীক্ষায় বসতে হয় তাহলে আপনাকে আরো একবার নতুন করে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনার চাই সঠিক গাইডেন্স। আপনাদের সঠিকভাবে পরিচালনা করার জন্যই আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি WBPSC Clerkship Practice set 05, যার সাহায্যে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই।
WBPSC Clerkship Practice set 05
১) ভারতের বর্তমান বিদেশ সচিব কে?
উত্তর: বিজয় গোখলে
২) দশাবতার ভারতের কোন রাজ্যের একটি উল্লেখযোগ্য লোকনৃত্য?
উত্তর: মহারাষ্ট্র
৩) কোন দেশের সম্প্রতি তামিল ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে?
উত্তর: সিঙ্গাপুর
৪) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়?
উত্তর: ৮ই মে
৫) হলদিঘাটের যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৫৭৬
৬) সাংবাদিক কুলদীপ নায়েরের আত্মজীবনীর নাম কি?
উত্তর: Beyond the line
৭) তুঘলক নামা কে রচনা করেন?
উত্তর: আমির খসরু
৮) রান অঞ্চল বলতে কী বোঝো?
উত্তর: লবণাক্ত জলাভূমি
৯) অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: প্রমথনাথ মিত্র
১০) পলাশীর যুদ্ধের কত বছর পর সিপাহী বিদ্রোহ হয়েছিল?
উত্তর: ১০০ বছর পর