WBPSC Clerkship Practice set 01 – WBPSC ক্লার্কশিপ প্র্যাক্টিস সেট-01, রইল সেরা ১০ টি বাছায় করা প্রশ্ন উত্তরের সন্ধান

Advertisement

WBPSC Clerkship Practice set 01 – এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একাধিক চাকরির শূন্য পদ রয়েছে। অঙ্গনওয়াড়ি, কনস্টেবল সহ ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। এখানে ফ্রীতে পাবেন WBPSC Clerkship Practice set 01 অর্থাৎ ক্লার্কশিপ প্র্যাকটিস সেটের সেরা ১০ টি প্রশ্ন উত্তরের ঠিকানা।

Advertisement

আপনিও যদি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে আজ আপনাকে দেওয়া হবে সেরা দশটি প্রশ্ন উত্তরের হদিশ। এই প্রশ্ন উত্তরগুলি যদি আপনি মুখস্ত করে যান তাহলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবেন আপনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WBPSC Clerkship Practice set 01 -এর সেরা ১০ টি প্রশ্ন উত্তর

১) কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়?
A) ১৫৩৫
B) ১৬২১
C) ১৫২১
D) ১৫২৬

উত্তর: ১৫২৬

২) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?
A) স্বামী বিবেকানন্দ
B) রাজা রামমোহন রায়
C) স্বামী দয়ানন্দ সরস্বতী
D) অরবিন্দ ঘোষ

উত্তর: রাজা রামমোহন রায়

৩) কোন রাজার সভাকবি ছিলেন জয়দেব?
A) বল্লাল সেন
B) ধর্মপাল
C) দেবপাল
D) লক্ষণ সেন

উত্তর: লক্ষণ সেন

৪) সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
A) কালিদাস
B) বসু বন্ধু
C) হরি সেন
D) কালিদাস

উত্তর: হরি সেন

৫) সমঝোতা এক্সপ্রেস ছাড়া আর কোন ট্রেন ভারত পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে?
A) মৈত্রী এক্সপ্রেস
B) দিল্লি ইসলামাবাদ এক্সপ্রেস
C) থর এক্সপ্রেস
D) এর কোনোটিই নয়

উত্তর: থর এক্সপ্রেস

৬) নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
A) গরু মারা
B) গির অরণ্য
C) বক্সা
D)জলদাপাড়া

উত্তর: বক্সা

৭) স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন?
A) শংকরী প্রসাদ বসু
B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C) অন্নদাশঙ্কর রায়
D) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

উত্তর: শংকরী প্রসাদ বসু

৮) কাকে হকির জাদুকর বলা হয়?
A) হারবিন্দর সিং
B) ক্লডিয়াস
C) গুরু বক্স সিং
D) ধ্যানচাঁদ

উত্তর: ধ্যানচাঁদ

৯) মেঘদুত কার লেখা?
A) কালিদাস
B) বাল্মিকী
C) সন্ধ্যাকর নন্দী
D) শুদ্রক

উত্তর: কালিদাস

১০) রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ‘প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
A) অপরাজিতা বসু
B) সুনীল গাঙ্গুলী
C) শ্রীজাত
D) জয় গোস্বামী

উত্তর: সুনীল গাঙ্গুলী

Leave a Comment