WBJEE 2024 Admit card – পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি সমস্ত ছাত্র ছাত্রীদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত। প্রতিবছর এই পরীক্ষায় বসেন হাজার হাজার পরীক্ষার্থী। চলতি বছরের জয়েন্ট পরীক্ষার নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। নির্ঘণ্ট অনুসারে নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা। এর আগেই বোর্ডের তরফে জানানো হয়েছিল, চলতি মাসে ১৮ তারিখ তথা ১৮ এপ্রিল থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।
কথামতো উক্ত তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে বোর্ড। সরাসরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি জয়েন্টের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে বোর্ডের ওয়েবসাইট (https://wbjeeb.nic.in/)-এ ভিজিট করতে হবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2024 অ্যাডমিট কার্ড (WBJEE 2024 Admit card ) ডাউনলোড পদ্ধতি
১) আপনি যদি চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট (https://wbjeeb.nic.in/)-তে।
২) সেখান থেকে আপনাকে Online Counselling System-প্যানেলে যেতে হবে।
৩) এখানে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংক পাবেন। এই লিংকে ক্লিক করুন। তারপর অ্যাপ্লিকেশন লগ ইন অপশনটিতে অ্যাপ্লিকেশন নম্বরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৪) এরপরই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংকটি পেয়ে যাবেন। এতে ক্লিক করে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে?
বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ২৮ এপ্রিল। উক্ত দিনে সারা রাজ্য জুড়ে চলবে পরীক্ষা। লোকসভা ভোটের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই। ২৮ এপ্রিল দুই দফায় আয়োজিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। যার প্রথম দফার পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুর ১ টা পর্যন্ত।পরীক্ষার প্রথম পেপার গণিত। দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত। দ্বিতীয় পেপারে থাকবে পদার্থবিদ্যা এবং রসায়ন।
প্রসঙ্গত, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড (WBJEE 2024 Admit card Download) করে সেটি বহন করে নিয়ে যাবেন। পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত বিবরণ ছাড়াও বিভিন্ন নিয়মাবলী থাকতে পারে। সবটাই মন দিয়ে পড়ে নেবেন। পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে অবশ্যই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।