WBCHSE New Rule – পাশ-ফেল নিয়ে ভাবার দিন শেষ! শীঘ্রই নয়া নিয়ম আনতে চলেছে উচ্চ-মাধ্যমিক সংসদ

Advertisement

WBCHSE New Rule – কিছুদিন আগেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (HS Exam Result) প্রকাশিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরুও হয়ে গিয়েছে। ২০২৫ সাল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য আছে নতুন সিলেবাসে নতুন ধরনের পরীক্ষা। ২০২৫ সাল থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতির পরীক্ষা। প্রায় এগারো বছর পর পুরোনো সিলেবাসসহ পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাতে হাজির হয়েছি আজকের প্রতিবেদনের মাধ্যমে।

Advertisement

WBCHSE New Rule-এর বিস্তারিত তথ্য

তবে শুধু পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসের (HS Syllabus 2025) পরিবর্তন নয়, পরীক্ষার ফলাফল প্রকাশেও আসছে অনেক নতুন নিয়ম। আগে উচ্চ-মাধ্যমিকের ফলাফল প্রকাশ হত পাঁচটি বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পাঁচটার মধ্যে আরেকটি থাকতো ঐচ্ছিক বিষয়। সবমিলিয়ে ছয়টি বিষয়ে পরীক্ষা হতো। বাধ্যতামূলক ছিল বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি বিষয়ের পরীক্ষার্থীদের অবশ্যই পাশ নম্বর থাকতে হতো উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার জন্য। বাকি তিনটি বিষয়ের মধ্যে একটিতে যদি অকৃতকার্য হয়ে যেত তাহলে ঐচ্ছিক বিষয়টিতে উত্তীর্ণ হলে ওই বিষয়টি মেইন সাবজেক্ট এর জায়গায় চলে আসতো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন : Krishak Bandhu Scheme – কৃষকদের সুবিধার্থে নয়া প্রকল্প রাজ্য সরকারের, আবেদন করলেই পাবেন ১০ হাজার টাকা

এইভাবে পাশ করলেও যে বিষয়টিতে পরীক্ষার্থীরা ফেল করত সেটি নিয়ে ভবিষ্যতে আর এগোনোর সুযোগ পেত না। সেই বিষয়টি নিয়ে ভবিষ্যতে না এগোনোর ফলে তারা অনেকটাই চিন্তার সম্মুখীন হত। এবার থেকে এই নিয়মের পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি কোনো একটি বিষয়ে যদি পরীক্ষার্থীরা অকৃতকার্য হয় তবে তারা দ্বিতীয়বারের জন্য ওই বিষয়টিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলেছে যে ঐচ্ছিক বিষয়টির উপর ভিত্তি করে কোনো পরীক্ষার্থী যদি উত্তীর্ণ হতে না চান তবে তিনি পরের বছর আবার ওই পেপারের পরীক্ষাটি দিতে সক্ষম হবেন।

আরও পড়ুন : NBSSLUP Recruitment 2024 – কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, এই যোগ্যতা থাকলেই আবেদন করুন

Leave a Comment