Railway Group D Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। এবার মাধ্যমিক পাশ যোগ্যতাতেই রেলে চাকরির সুবর্ণ সুযোগ। আবেদন জানাতে পারবেন রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরা। আবেদন জানাতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে। রেলের চাকরি যুবক যুবতীদের জন্য স্বপ্নের মত। প্রতিবছর রেল একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করে। সেই নিয়োগ কর্মসূচি ফের শুরু হল। রেলে এবার গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন জানানোর আগে এক নজরে জেনে নিন বিস্তারিত তথ্য সমূহ।
রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (Railway Group D Recruitment) ২০২৪
ভারতীয় রেলের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি Notice NO.A·1/2024 Dated 11.03.2024 জারি করে নতুন একটি নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে জানানো হয়েছে। ভারতীয় রেলের তরফে সদ্য প্রকাশিত নোটিশে বলা হয়েছে, রেলে এবার গ্রুপ ডি পদে বিপুল কর্মী (Railway Group D Recruitment) নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৫০ টি। আবেদন জানানোর সুযোগ থাকছে সবার জন্য।
শিক্ষাগত যোগ্যতা
Railway Group D Recruitment-এর এই রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অ্যাপ্লিকেশন জমা করার আগে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে যারা আবেদন জানাতে চাইছেন, তাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাশের যোগ্যতা থাকতে হবে। তবে সেই প্রার্থী এই নিয়োগে অংশ নিতে পারবেন।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তারা বয়সের মাপকাঠি জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ৩১/৩/২৪ তারিখ অনুসারে ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।
বেতনঃ রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় দ্বারা নির্বাচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাদের প্রতি মাসে উচ্চ পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। আবেদন জানানোর প্রক্রিয়া জেনে নিন।
১) প্রথম ধাপে ইচ্ছুক প্রার্থীদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল (www.rcf.indian railways.gov.in)।
২) এরপর এই ওয়েবসাইট থেকে ই-মেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিন।
৩) ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হলে (Apply Now) অপশনে ক্লিক করুন।
৪) তারপর যে ফর্মটি দেওয়া হবে সেটি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করে নিন। দেখবেন যেন কোন তথ্য ভুল না হয়।
৫) এরপর যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে দিন। এরপর আবেদন ফি পেমেন্ট করে নিজের অ্যাপ্লিকেশনটি জমা করে দেবেন। আর জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি
রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অসংরক্ষিত (GEN) প্রার্থী এবং ওবিসি (OBC) দের জন্য আবেদন ফি জমা করতে হবে ১০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ও মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি থাকছে না।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত। ইচ্ছুকরা অবশ্যই সময়সীমা মেনে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করবেন।