KP Constable Practice Set 2024- এগিয়ে আসছে কলকাতা পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা! চোখ রাখুন আজকের প্র্যাকটিস সেটে KP Constable Practice Set-01

Advertisement

KP Constable Practice Set-01- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হাতে আছে আর মাত্র কয়েক দিন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কলকাতা পুলিশের তরফে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ বিনামূল্যে নতুন নতুন প্র্যাকটিস সেট (Free KP Constable Practice Set) আপলোড করব।

Advertisement

পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই KP Constable Practice Set গুলি ভালোভাবে ফলো করুন। আজকের প্র্যাকটিস সেটেও ১০ টি প্রশ্ন চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য দেওয়া হল। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য সকলের প্র্যাকটিস একটি বার বার করে অনুশীলন করা দরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

সম্পূর্ণ বিনামূল্যে KP Constable Practice Set 01

১) দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : কুতুব উদ্দিন আইবক

২) ‘Gallant’ শব্দের বিপরীত কী ?
উত্তর : Cowardly

৩) ভাকরা নাগাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
উত্তর : শতদ্রু

৪) কোন প্রাণী দেহে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় না ?
উত্তর : কেঁচো

৫) Conscious সমার্থক শব্দ কী ?
উত্তর : ‍Aware

৬) কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় ?
উত্তর : ১৯৩০ সালে

৭) রড কোষ আর কোন কোষ মানবদেহের কোন অঙ্গে অবস্থিত ?
উত্তর : চোখে

৮) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয় ?
উত্তর : ১৯৩১ সালে

৯) ব্রাজিলের রাজধানী কী ?
উত্তর : ব্রাসিলিয়া

১০) নর্মদা নদীর উৎসস্থল কোথায় ?
উত্তর : অমরকন্টক

Leave a Comment