Forest Department Recruitment 2024 -সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’য় গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন এই পদের জন্য।
Forest Department Recruitment 2024 – ফরেস্ট ডিপার্টমেন্টের গ্রুপ সি পদে কী ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা ও শূন্যপদ কতগুলি এই বিষয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
পদের নাম
ল্যাব অ্যাসিস্টেন্ট, ড্রাইভার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ ও বেতন
এখানে মোট ৮টি শূন্যপদ রয়েছে। ১, ২ ও ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭/২৮ বছরের মধ্যে। অবশ্যই ১৪.০৩.২০২৪ তারিখ অনুযায়ী (Forest Department Recruitment 2024) বয়স হিসেব করে নিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা (Forest Department Recruitment 2024)
ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে, প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। ড্রাইভার পদের জন্য মাধ্যমিক পাশ করার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফার্স্ট ক্লাস ডিগ্রী নিয়ে পাশ করতে হবে, বিষয় থাকতে হবে B.Sc.(CS)/ B.Sc.(IT)/ BCA/ B.Tech.(IT)/ B. Tech(CS)।
নিয়োগ প্রক্রিয়া
এই পদে তিনটি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। এরপর মেরিট লিস্ট প্রকাশিত হবে । এই লিস্টে নাম উঠলে তাঁদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Forest Department Recruitment 2024)
১) আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই পদের জন্য।
২) নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করে নেবেন। লিংক- https://wii.gov.in/staff_recruitment_2024
৩) এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আবেদন ফর্মের সাথে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ হলো
১৪ই মার্চ, ২০২৪। বর্তমানে আবেদন চলছে।
Official Website | View Now |
Official Notification | Click Here |
নতুন চাকরির খবর – রাজ্যে ব্লকজুড়ে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগ, বেতন ১১ হাজার।