WB DEO Recruitment – রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন ১৫০০০, আবেদন করুন আজই

Advertisement

WB DEO Recruitment – যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এক বড় ধরনের সুখবর সামনে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর এবং হিসাব-রক্ষক পদে (WB DEO & Accountant Recruitment 2024) নিয়োগ হতে চলেছে। রাজ্যের ডিএম অফিসে এই ডাটা এন্ট্রি অপারেটর এবং হিসাবরক্ষক নিয়োগ করা হবে। কারা কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন? আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে? প্রভৃতির উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।

Advertisement

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও বেতন কাঠামো

নিয়োগকারী সংস্থা – পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এই রাজ্যের বিভিন্ন জেলার ডিএম এবং কালেক্টর অফিসে এই নিয়োগ করা হবে।
পদের নাম – পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং হিসাবরক্ষক (Accountant) নিয়োগ হবে।
বেতন কাঠামো – যে প্রার্থীরা ডাটা এন্ট্রি পদে চাকরি পাবেন তারা ১১,০০০ এবং যারা হিসাব রক্ষক পদে চাকরি পাবেন তারা ১৫,০০০ টাকা করে বেতন পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – Summer Vacation Update – রাজ্য সরকারের বড়ো ঘোষণা! এইদিন থেকে ফের পড়ছে গরমের ছুটি, জানুন ক্লিক করে

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া

বয়সের সময়সীমা – এই পদগুলির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা – ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস হতে হবে। কম্পিউটারে এম এস অফিসে কাজ করার জ্ঞান থাকতে হবে। টাইপিং এর কাজে দক্ষ হতে হবে। হিসাবরক্ষক পদে আবেদন করতে গেলে প্রার্থীদের কমার্স শাখায় স্নাতক পাস হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া – এই দুটি পদে চাকরি পেতে গেলে প্রার্থীদের বাছাই করা হবে ১০০ নম্বরের তিনটি পরীক্ষার মাধ্যমে। এই তিনটি পরীক্ষা হল লিখিত, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালি টেস্ট। লিখিত পরীক্ষা – ৫০ নম্বর, কম্পিউটার টেস্ট – ৪০ নম্বর ও পার্সোনালিটি টেস্ট – ১০ নম্বর।

আরও পড়ুন – WBMSC Recruitment 2024 – ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন

WB DEO Recruitment-এ আবেদনের পদ্ধতি

সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে হিসাবরক্ষক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থীদের অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন জানাতে হবে। আবেদন করতে গেলে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে চাকরির ফর্মটি খুঁজে নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে সেটিকে প্রিন্ট করে নিতে হবে। ফর্মের সাথে নিজের পাসপোর্ট সাইজের একটি ছবি এবং সিগনেচার করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ফর্মের সাথে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ০৮/০৭/২০২৪।

Official NotificationDownload
Official WebsiteClick Here
Application LinkApply Now

Leave a Comment