WB DEO Recruitment 2024 – উৎকর্ষ বাংলা প্রকল্পে DEO নিয়োগ, অনলাইনে আবেদন করুন।

Advertisement

WB DEO Recruitment 2024 – রাজ্য সরকার কয়েকদিন আগেই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে। রাজ্য সরকার তার উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট -এর মাধ্যমে ইতিমধ্যেই কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই পদে আবেদন করার জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।

Advertisement

WB DEO Recruitment 2024 – পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বসবাসকারীরা নারী পুরুষ নির্বিশেষে এই পদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

নতুন চাকরির খবর – SC/ST/OBC দপ্তরে কর্মী নিয়োগ, পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন

পদের নাম

পদটির নাম – Data Entry Operator

শিক্ষাগত যোগ্যতা (WB DEO Recruitment 2024)

যেসমস্ত প্রার্থীরা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক অথবা মাষ্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করেছেন শুধুমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারেন।

বয়সসীমা

১ মার্চ ২০২৪ তারিখ অনুসারে যেসমস্ত প্রার্থীদের বয়স ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে,তারাই কেবলমাত্র এই পদের জন্য আবেদন করতে পারেন।

বেতন (WB DEO Recruitment 2024)

যে বা যারা চাকরি পাবেন তাদের প্রতিমাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে মাধ্যমেই করতে হবে। আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে (WB DEO Recruitment 2024)আপনার সমস্ত তথ্য সঠিকভাবে আবেদন পত্রে পূরণ করতে হবে। তারপর দরকারি তথ্যগুলি স্ক্যান করে আপলোড করতে হবে উপযুক্ত জায়গায়। ফর্মটি জমা করার আগে সব তথ্যগুলি সঠিক আছে কিনা তা একবার দেখে নিয়ে সাবমিট বাটনটিতে ক্লিক করলেই আপনার আবেদনপত্রটি জমা হয়ে যাবে।

Official WebsiteView Now
Official NotificationClick Here

নতুন চাকরির খবর –রাজ্যের কোর্টে গ্রুপ ডি-তে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

1 thought on “WB DEO Recruitment 2024 – উৎকর্ষ বাংলা প্রকল্পে DEO নিয়োগ, অনলাইনে আবেদন করুন।”

Leave a Comment