NEEPCO Recruitment 2024 – এতদিন ধরে যারা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য NEEPCO (North Eastern Electric Power Corporation)-র পক্ষ থেকে এক বড় ধরনের সুখবর সামনে এসেছে। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। এক্সেকিউটিভ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে। কত তারিখের মধ্যে আবেদন করা যাবে? আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা থাকতে হবে? প্রভৃতি জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা
নিয়োগকারী সংস্থা – বিজ্ঞপ্তিটি জারি করেছে North Eastern Electric Power Corporation (NEEPCO Job 2024)।
পদের নাম – NEEPCO-র তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এক্সেকিউটিভ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা – NEEPCO-র তরফ থেকে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন পদে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ২৪ টি।
বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি
বয়সের সময়সীমা – এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। বিজ্ঞপ্তি অনুসারে বয়সের হিসাব করা হবে ১.০৫.২০২৪ হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা – আবেদন করতে গেলে প্রার্থীদের স্নাতক ডিগ্রী পাস হতেই হবে।
নিয়োগ পদ্ধতি – বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন পদে চাকরির জন্য কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ইন্টারভিউ হবে জেনারেল নলেজ এবং প্রফেশনাল প্রেসিফিক নলেজের উপর ভিত্তি করে।
আরও পড়ুন : Bank Recruitment – সেন্ট্রাল ব্যাংকে সাফাই কর্মচারী নিয়োগ, এই যোগ্যতা থাকলেই আবেদন করুন
NEEPCO Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি
এই চাকরির জন্য কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যেতে পারে। প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পর্ব শেষ হলে চাকরির ফর্মটি পূরণ করে যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে বলা হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করবেন। এরপর এসবিআই ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দেবেন। আবেদনের জন্য জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬০ টাকা। অপরদিকে SC/ ST /PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদন জমা দেওয়ার শুরু হয়েছে ৮/৬/২০২৪ থেক, শেষ হবে ২৮/৬/২০২৪।
আরও পড়ুন : ICDS Recruitment 2024 – পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন