Krishak Bandhu Status – কৃষক বন্ধু স্কীমের টাকা ঢুকেছে? না ঢুকলে চেক করুন এইভাবে

Advertisement

Krishak Bandhu Status – পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকরা অত্যন্ত দরিদ্র তাই কৃষিকাজের জন্য তাদের উন্নত যন্ত্রপাতি কেনার ক্ষমতা নেই। কৃষকদের কৃষিকাজের নানান উন্নত ধরনের যন্ত্রপাতি কেনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পটি রয়েছে তার নাম কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার তার কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) মাধ্যমে কৃষকদের প্রতিবছর ৪,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকে।

Advertisement

এর আগে অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষের যন্ত্রপাতি কেনার জন্য টাকা পেয়েছেন। আবার অনেকেই আছেন যারা আবেদন করেও টাকা পাননি। এই বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকার কিস্তি কবে পাবেন কৃষকরা? যদি কোনো কারণে টাকা না ঢোকে তাহলে কি করবেন? কিভাবে বুঝতে পারবেন টাকা ঢুকবে কি না? আজকের প্রতিবেদনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করবেন সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – PNB Account Close – যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে PNB-র অ্যাকাউন্ট! ৩০শে জুনের মধ্যে অবশ্যই করুন এই কাজ

Krishak Bandhu Status চেক করার পদ্ধতি

কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা সেই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে –

  • ১) প্রথমে ভিজিট করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://krishakbandhu.net।
  • ২) কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি প্রথম কেউ এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে তাকে তার মোবাইল নম্বর দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ৩) লগইন করে ‘Beneficiary List’ বা ‘Status Check’ অপশনে গিয়ে গ্রাহকের ভোটার আইডি নম্বর এবং প্রয়োজনীয় যে সমস্ত বিবরণ দিতে বলা হবে সেগুলি সঠিকভাবে ইনপুট করুন।
  • ৪) এরপর জানা যাবে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, আপনি এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন কিনা, পাবেন কি পাবেন না, টাকা ঢুকলেও সেই অর্থ প্রদানের তারিখ কত।

আরও পড়ুন – Mid Day Meal Supervisor Recruitment – মিড-ডে-মিল প্রকল্পে সুপারভাইজার নিয়োগ, বেতন ১০ হাজার, আবেদন করুন আজই

কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাবেন?

নিয়ম অনুযায়ী ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে কৃষক প্রতি বছরে ১০,০০০ টাকা অনুদান পাবেন। আবার এক একরের কম জমি থাকলে প্রতিবছর অনুদান হিসেবে ৪,০০০ টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের গ্রাহকের আকস্মিক মৃত্যু ঘটলেই তার পরিবার ২০০০০০ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন। যদি কৃষকবন্ধু প্রকল্পের আবেদন করার পরেও অ্যাকাউন্টে টাকা না ঢোকে বা কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তবে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। কৃষক বন্ধু হেল্পলাইন নম্বরে (1800-103-7010) ফোন করেও সাহায্য নেওয়া যেতে পারে।

Krishak Bandhu Scheme Official Website : Click Here

Leave a Comment