Forest Guard Recruitment – বন দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

Advertisement

Forest Guard Recruitment – যে সকল প্রার্থীরা বনদপ্তরে চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। বন এবং জলবায়ু দপ্তরের তরফ থেকে ফরেস্ট গার্ড পদে নিয়োগের (Forest Guard Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই পদের আবেদন কত দিনের মধ্যে শেষ করতে হবে? শূন্য পদের সংখ্যা কত? প্রভৃতি প্রশ্নের উত্তরের জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

Advertisement

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা – নিয়োগকারী সংস্থার নাম ভারতীয় বন দপ্তর ও জল দপ্তর।
পদের নাম – বন এবং জলবায়ু দপ্তরের তরফ থেকে ফরেস্ট গার্ড (Forest Guard) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শূন্যপদের সংখ্যা – ফরেস্ট কার্ড পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে ১৪৮৪গুলি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

বয়সের সময়সীমা, মাসিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা

বয়সের সময়সীমা – এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এসসি /এসটি/ ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন – এই পদে কর্মরত কর্মীদের মাসিক ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা – ফরেস্ট কার্ড পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে।

আরও পড়ুন : Bank Recruitment – সেন্ট্রাল ব্যাংকে সাফাই কর্মচারী নিয়োগ, এই যোগ্যতা থাকলেই আবেদন করুন

Forest Guard Recruitment-এ আবেদনের পদ্ধতি

ফরেস্ট গার্ড পদে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইনে থাকা আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে। এরপর যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে বলা হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলি আপলোড করা হয়ে গেলে সাবমিট বটোনে ক্লিক করলেই কাজ শেষ। আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে ১২/০৬/২০২৪ তারিখ থেকে। আবেদনপত্র জমা নেবার শেষ দিন ১/০৭/২০২৪ তারিখ।

আরও পড়ুন : ICDS Recruitment 2024 – পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

Official NotificationDownload
Official WebsiteClick Here
Application LinkApply Now

Leave a Comment