BEL Recruitment 2024 – ভারত ইলেকট্রনিক্স সংস্থা অস্থায়ী ট্রেনি ইঞ্জিনিয়ার কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। শূন্যপদে সংখ্যা শতাধিক। দেরি না করে তাড়াতাড়ি অনলাইনে আবেদন করে ফেলুন।
নতুন চাকরির খবর –DM অফিসে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন
পদের নাম
ট্রেনি ইঞ্জিনিয়ার / Trainee Engineer।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত চাকরি প্রার্থীদের Electronics and Communication অথবা Mechanical অথবা Computer Science অথবা Mechanical অথবা Electrical অথবা Electrical & Electronics অথবা Computer Science & Engineering অথবা Information Science অথবা Information Technology এ B.E/B.Tech/M.E/M.Tech ডিগ্রি আছে তারাই এই পদের জন্য আবেদনযোগ্য।
বয়সসীমা (BEL Recruitment 2024)
এই পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
এই পদের জন্য মাসিক ৩০,০০০ টাকা বেতন ধার্য্য করা হয়েছে।
নিয়োগ স্থান (BEL Recruitment 2024)
ভারত ইলেকট্রনিক্স সংস্থা শূন্যপদ রয়েছে ৫১৭ টি। এটি একটি চুক্তিভিত্তিক চাকরি যার সময়সীমা হলো ২ বছর।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য আপনাকে গুগল ফর্মে (BEL Recruitment 2024) সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে। আর তার সাথে জমা দিতে আবেদন মূল্য। কোম্পানির তরফ থেকে একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে এবং তারপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদন করার শেষ তারিখ হলো ১৩ ই মার্চ, ২০২৪।
আবেদনের শেষ তারিখ | ১৩.০৩.২০২৪ |
Official Website | View Now |
Official Notification | Click Here |
নতুন চাকরির খবর – স্বাস্থ্য বিভাগে শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি জেনে নিন