Group C Recruitment 2024 – প্রতিরক্ষা দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ হচ্ছে, বেতন প্রতিমাসে ২০০০০ হাজার টাকা।

Advertisement

Group C Recruitment 2024 – বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত নিয়োগ হবে গ্ৰুপ-সি (Group C Recruitment) ক্যাটেগরির অধীনে। দেশজুড়ে নারী-পুরুষ নির্বিশেষে সকলে আবেদন করতে পারবেন এই চাকরিতে। স্থায়ী চাকরি, সেইসঙ্গে রয়েছে উচ্চ বেতনের সুবিধাও। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি বড় সুযোগ। কী যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে? আবেদনের প্রক্রিয়া কিভাবে হবে? কিভাবে নিয়োগ হবে? সব জেনে নিয়ে দ্রুত আবেদন করে ফেলুন।

Advertisement

যে পদগুলোতে নিয়োগ করা হবে (Group C Recruitment 2024)

প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (DG EME) দপ্তর এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। এখানে মোট ৬২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), মাল্টি টাস্কিং স্টাফ (MTS), ফায়ার ম্যান, কুক, বারবার, ফার্মাসিস্ট, ইলেকট্রিশিয়ান, টেলিকম মেকানিক্স, ভেহিকেল মেকানিক, স্টোরকিপার, ফিটার, ওয়েল্ডার, সিভিলিয়ান মোটর ড্রাইভার এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক, আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রিধারীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।
বয়সসীমার ক্ষেত্রে সাধারণ (GEN) এবং EWS প্রার্থীদের জন্য ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত (SC/ST/OBC) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন – চাকরিতে নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে কেন্দ্রীয় সপ্তম পে কমিশন অনুযায়ী। এখানে বেতন শুরু হবে ₹৫২০০ থেকে, যা সর্বোচ্চ ₹২০২০০ পর্যন্ত হতে পারে। এর সঙ্গে গ্রেড পে ₹১৮০০ থেকে ₹২৮০০ পর্যন্ত যুক্ত হবে।

নিয়োগের প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। নির্দিষ্ট কিছু পদের জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করার ফিজিক্যাল টেস্টও দিতে হতে পারে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি নির্ধারিত ফর্ম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে সাধারণ ডাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এই আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা

এখনো সম্পূর্ণ বিজ্ঞপ্তি (Group C Recruitment 2024) প্রকাশ হয়নি। তবে অফিসিয়াল নোটিশ প্রকাশের দিন থেকে ২১ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।

Official NotificationDownload

Leave a Comment